Header Ads

৫ ব্যাংক একীভূতের অনুমোদন, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা সহায়তা

                                               

৫ ব্যাংক একীভূতের অনুমোদন, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা সহায়তা

      

পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আরো পড়ুন: ১২ লাখ খেলাপির হাতে আটকে আছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা

তিনি বলেন, ‘দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একত্র করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।’ এছাড়া ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করতে সংশোধনের অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব এবং মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠিত হবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডপ্রাপ্তদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

No comments

Powered by Blogger.