এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের নিয়োগেও পরিবর্তিত নিয়ম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতা এবার হারাচ্ছে পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’। এর আগে একই প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতা নিয়ন্ত্রণমূলকভাবে সীমিত করা হয়েছিল।
এবার এসব পদে নিয়োগের সুপারিশ প্রক্রিয়া সরকারের তদারকিতে পরিচালিত হবে। কোন প্রক্রিয়া বা কর্তৃপক্ষের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন হবে তা নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান।
চেয়ারম্যান জানান, “আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিত। এখন এসব পদে সরকার সরাসরি নিয়োগ দেবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি নির্ধারণ করবে, এই পদগুলোতে কীভাবে নিয়োগ করা হবে, কে করবে—এনটিআরসিএ করবে নাকি অন্য কেউ—এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দায়িত্ব পালন করছেন। আমিনুল ইসলাম জানান, “এই পদগুলিতে নিয়োগের নীতিমালা ও প্রক্রিয়া এ কমিটি নির্ধারণ করবে।”
এসময় তিনি উল্লেখ করেন, আপাতত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসিএ-এর হাতে থাকলেও, প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী পদে নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হাতে ছিল।
গতকাল (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজে কর্মচারী নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদ থেকে ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’ সরিয়ে এ দায়িত্ব ডিসিদের (জেলা প্রশাসক) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে প্রবেশ পর্যায়ের নিয়োগ সুপারিশ প্রক্রিয়া ও অন্যান্য বিষয় তুলে ধরতে এনটিআরসিএ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় অংশ নেন এনটিআরসিএ সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সংস্থার সচিব এ এম এম রিজওয়ানুল হক এবং সাংবাদিকরা।


No comments