শাপলা প্রতীক পেতে আর কোনো বাধা নেই: এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ বরাদ্দে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দেওয়া হয়, কোনো মামলা করব না।” এরপর একই দিন সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দলটি জানায়, প্রতীকের পথে থাকা সব বাধা কেটে গেছে।
এনসিপির পোস্টে বলা হয়, প্রথমে নির্বাচন কমিশন (ইসি) প্রতীক বরাদ্দে আইনি বাধার কথা জানিয়েছিল। পরে এনসিপির আইনি টিম স্পষ্টভাবে প্রমাণ করে যে কোনো আইনি সমস্যা নেই। এরপর ইসি রাজনৈতিক বাধার কথা তোলে এবং জানায়, শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চাইতো, তাই প্রতীকটি তাদের দিতে হবে।
কিন্তু নাগরিক ঐক্যের সভাপতি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পর যে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া হলে মামলা হবে না, রাজনৈতিক বাধাও দূর হলো বলে মনে করে এনসিপি।
তাদের পোস্টে আরও লেখা হয়, “এখন শাপলা প্রতীক বরাদ্দে আইনি বা রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা নেই। নির্বাচন কমিশনকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষ থাকতে হবে, স্বেচ্ছাচারিতা এড়িয়ে চলতে হবে এবং দলীয় প্রভাব থেকে মুক্ত থেকে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত প্রতিষ্ঠান হয়ে উঠতে হবে।


No comments