বিয়ে হওয়ার মাত্র তিন মাসের মাথায় কলেজছাত্রীর মৃত্যু
বরিশালে বিয়ে হওয়ার মাত্র তিন মাসের মাথায় শ্বশুরবাড়িতে এক কলেজছাত্রীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরের উত্তর আমানতগঞ্জের বেলতলা বাজার এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর লামিয়ার স্বামী মো. সিয়ামসহ শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছেন।
মৃত লামিয়া আক্তার ওরফে বর্ষা (২২) সরকারি বরিশাল কলেজের স্নাতক (সম্মান) স্তরের ছাত্রী ছিলেন। তিনি নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাদশার মায়ের গলির বাসিন্দা বেলায়েত খানের কন্যা। তিন মাস আগে বেলতলা এলাকার কলেজছাত্রী মো. সিয়ামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর লামিয়া শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে লামিয়ার বাবা শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে তার মেয়ে নিথর পড়ে আছে।
আরো পড়ুন: ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা প্রস্তাব করলেন নতুন বেতন কাঠামো
লামিয়ার বাবা বেলায়েত খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার মেয়ে নির্যাতন করতেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চান।
আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ডের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে সহায়তার জন্য দুই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


No comments