Header Ads

শিক্ষকদের বাড়িভাড়া ন্যূনতম দুই হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত

                        

শিক্ষকদের বাড়িভাড়া ন্যূনতম দুই হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত



এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ানোর বিষয়ে পরিকল্পনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে নীতিগত অনুমোদন বা সবুজ সংকেত পাওয়া গেছে। প্রাথমিক হিসাবে দেখা গেছে, বাড়িভাড়ার এই সমন্বয়ে সরকারের অতিরিক্ত প্রায় ৯৫০ কোটি টাকা ব্যয় হবে। পরবর্তী অর্থবছরে ধাপে ধাপে এই হার বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থনৈতিক উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকলেও শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনায় মন্ত্রণালয় বুধবারও একাধিকবার অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও অর্থ বিভাগ তা নাকচ করেছে। পরবর্তীতে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলে সেটিও গৃহীত হয়নি। বর্তমানে অর্থ বিভাগ ৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে।

শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, যেখানে দেশের বাজেট প্রতি বছর প্রায় ৮ লাখ কোটি টাকা, সেখানে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করলে চার লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় ২৩০০ কোটি টাকার ব্যয় বড় কোনো অঙ্ক নয়। তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করা রাষ্ট্রের জন্যও ভালো বার্তা নয়।

অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষ হলেও প্রজ্ঞাপন জারি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অনেক শিক্ষক সড়কে বসে ও শুয়ে অবস্থান নেন। এতে শাহবাগ, রমনা, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, বুধবারের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার “লং মার্চ টু যমুনা” কর্মসূচি পালন করা হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবি যদি উপেক্ষা করা হয়, তবে আমরা বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লং মার্চ শুরু করব। আমরা সব সময় প্রশাসনের সহযোগিতা করেছি, এবার তারাও আমাদের পাশে থাকবেন বলে আশা করি।”

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, “শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তবে বাড়িভাড়া কত হারে বাড়ানো হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

উল্লেখযোগ্য যে, বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কখনও জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনও শহীদ মিনার প্রাঙ্গণে, আবার কখনও হাইকোর্টের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

No comments

Powered by Blogger.