মিরপুর কালশীর কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ছয়তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ১০টা ১২ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং ১০টা ২৭ মিনিটে মিরপুর ১১-এর কালশী রোডের ওই ভবনে পৌঁছান।
তারা আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। শিগগিরই আরও দুটি ইউনিট যোগ দেবে বলে জানানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


No comments