Header Ads

কমিশনের কাছে ২১ দফা দাবি, প্রস্তাবে রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বিষয়ও

 

  

কমিশনের কাছে ২১ দফা দাবি, প্রস্তাবে রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বিষয়ও

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করা এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় তারা মোট ২১টি প্রস্তাবনা পেশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, দেশের বাজারব্যবস্থা, ছয় সদস্যের পরিবারের জীবনযাপনের ব্যয় এবং বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে নবম পে-স্কেল প্রণয়ন করতে হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে ২১টি প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ।

এ ছাড়া শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং রেশন পদ্ধতি চালুর দাবি জানানো হয়।

No comments

Powered by Blogger.