আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন হয়েছে
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে চলমান পারিবারিক বিরোধের অবসান হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে উভয়েই বিষয়টির সমাধান হওয়ার কথা জানান।
আবু ত্বহা জানান, ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক তাদের পারিবারিক সমস্যা নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, খুলা তালাকের প্রস্তাব দিলে সাবিকুন নাহার তা গ্রহণ করেন। ফলে তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই।
তিনি আরও জানান, মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছে এবং মিরপুরের ইসলামিক সেন্টারের প্রকল্পে সাবিকুন নাহার যে সোনার গয়না ও অর্থ ধার দিয়েছিলেন, তা পরিশোধের সময়সীমা ওলামায়ে কেরাম নির্ধারণ করেছেন। ৮ ভরি সোনার বিনিময়ে তালাকের গুজব সত্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, সন্তানদের বিষয়েও শরিয়াহসম্মত ফয়সালা হয়েছে বলে উভয় পক্ষ সম্মত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নতুন আলোচনা না করার অনুরোধ জানান তারা।
নিজের স্ট্যাটাসে সাবিকুন নাহার বলেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। তিনি অতীতের আচরণের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে আর কথা বলবেন না বলে জানান।
সাবিকুন নাহার আরও অনুরোধ করেন, তার পারিবারিক বিষয়ে প্রচারিত সব অডিও ও ভিডিও ক্লিপ মিডিয়া থেকে মুছে ফেলতে।


No comments