ইসরাইলি বাধা এড়িয়ে গাজার নিকটে ফ্লোটিলার ৩০ নৌযান
ইসরাইলের হস্তক্ষেপ ও ধরপাকড় সত্ত্বেও ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টি নৌযান এগিয়ে যাচ্ছে। বর্তমানে সেগুলো গাজা উপত্যকা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বিষয়টি ফ্লোটিলা সংগঠনের পক্ষ থেকে টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে।
এর আগে সংগঠকরা এক বিবৃতিতে জানিয়েছিলেন, মানবিক সহায়তা বহনকারী বহরের অন্তর্ভুক্ত ১৩টি জাহাজ ইসরাইলি সেনারা জব্দ করেছে। ওই জাহাজগুলো গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ছিল।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, জব্দ করা নৌযানগুলোতে ৩৭ দেশের ২০১ জনেরও বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন।
গাজায় ত্রাণ পৌঁছে দিতে গঠিত এই ফ্লোটিলা বহরে মোট ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। প্রায় ৪৪টি দেশের ৫০০ জনের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিকরা। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরাও বহরে যোগ দিয়েছেন।


No comments