Header Ads

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

            

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসীন হলকে ঘিরে আলোচিত ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জানিয়েছে মহসীন হল ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা নিতে হল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহসীন হলের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা এই দাবি জানান।

মহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, হাজী মুহাম্মদ মহসীন হল মূলত ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসস্থল। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আমির হামজা দাবি করেছেন যে ডাকসুতে ছাত্রশিবির বিজয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ, যা হল শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং শিক্ষার্থীদের সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, মহসীন হলের শিক্ষার্থীরা এমন ভ্রান্ত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ধর্মের আড়ালে মিথ্যা প্রচারণা চালানোকে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে দেশবাসীকে ধর্মের নামে বিভ্রান্তিকর রাজনীতি থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মনসুর রাফি আরও উল্লেখ করেন, অতীতেও শিবিরের জন্য শতাধিক শিক্ষার্থীর বেড বরাদ্দ দেওয়ার মতো ভিত্তিহীন দাবি প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য এবং অগ্রহণযোগ্য।

তিনি বলেন, আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ জন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিথ্যা বক্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

No comments

Powered by Blogger.