Header Ads

চার পশ্চিমা দেশ প্রস্তুত নিঃশর্তভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে

                            

চার পশ্চিমা দেশ প্রস্তুত নিঃশর্তভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে



২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা।

জি৮ জোটের মধ্যে সর্বশেষ এ প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। তবে এর আগে ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশই ফিলিস্তিনের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

চার দেশের মধ্যে শুধু ফ্রান্সই সরাসরি ও নিঃশর্তভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা এখনো শর্তসাপেক্ষ বা সম্ভাব্য স্বীকৃতির কথা বলছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই-রাষ্ট্র সমাধানকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনতে পারে। তবে অনেকে এটিকে অনেক দেরিতে আসা সীমিত অগ্রগতি হিসেবেও দেখছেন।

ফ্রান্স তাদের ঘোষণাকে বৈশ্বিক আহ্বান হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব সবার। আমরা এক অনিবার্য প্রক্রিয়ার সূচনা করেছি—অন্যদেরও এতে অংশ নিতে হবে।”

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বের ১৪৫টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইতিহাসে দেখা যায়, উপনিবেশ থেকে মুক্ত হওয়া বহু দেশ ও নেতা ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন।

No comments

Powered by Blogger.