Header Ads

৫৯ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

                             
                   

৫৯ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার


সরকার বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনটিতে সই করেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় কোটা থেকে উন্নীত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্তদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.