৫৯ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার
সরকার বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনটিতে সই করেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় কোটা থেকে উন্নীত কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্তদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


No comments