Header Ads

ভারতীয় ছবিতে হাসিনার চরিত্র, ট্রেলারে ফুটে উঠলো ভারত-বাংলাদেশ সম্পর্ক

 
                                                        

ভারতীয় ছবিতে হাসিনার চরিত্র, ট্রেলারে ফুটে উঠলো ভারত-বাংলাদেশ সম্পর্ক



আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুল আলোচিত ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগে প্রকাশিত টিজার ঘিরেই ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে নির্মিত একটি চরিত্রকে দেখা গেছে। ছবিটিতে মূলত ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে রয়েছেন ভিক্টর ব্যানার্জি।

এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরত জাহান।

অন্যদিকে, টিজার প্রকাশের পর অঙ্কুশের অভিনয় আলাদা প্রশংসা কুড়িয়েছে। অভিনেতা দেবও মুগ্ধতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন— ‘টিজার দেখে ভীষণ ভালো লেগেছে ভাই, গোটা টিমকে আমার শুভেচ্ছা।’

No comments

Powered by Blogger.