আজ রাজধানীতে ৭ দলের বিক্ষোভ
রাজধানীতে বৃহস্পতিবার যৌথ বিক্ষোভ মিছিল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তাদের প্রধান দাবি হলো—‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়ন এবং সেই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।
বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিক্ষোভ শুরুর আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগরসহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
যে দলগুলো এতে অংশ নেবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলগুলো কেউ পাঁচ দফা, কেউ ছয় বা সাত দফা দাবি তুললেও সবার মূল দাবি একই। এর মধ্যে রয়েছে—সংসদে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থা চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, পূর্ববর্তী সরকারের ‘গণহত্যা, দমননীতি ও দুর্নীতি’র বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
আজকের এই বিক্ষোভের মাধ্যমে কর্মসূচির সূচনা হচ্ছে। শুক্রবার বিভাগীয় শহরে এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় একই ধরনের মিছিল হবে।
আজকের কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা সমাবেশ করবে। এতে বক্তব্য রাখবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের তথ্য অনুযায়ী, মিছিলটি পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
জোহরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে। নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আসর নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর ফটকে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ করবে। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। সেখানে বক্তব্য রাখবেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের। একই স্থানে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টিও বিক্ষোভে যোগ দেবে।
এ ছাড়া, বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবে।


No comments