Header Ads

আগামী সরকারের মন্ত্রীদের জন্য আসছে ৬০ নতুন গাড়ি

                      

আগামী সরকারের মন্ত্রীদের জন্য আসছে ৬০ নতুন গাড়ি



আগামী সরকারের মন্ত্রী ও নির্বাচনী দায়িত্ব পালনের কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে মোট ২৮০টি গাড়ি কেনা হবে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি টাকা।

সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে। এতে মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের গাড়ি কেনার প্রস্তাব রাখা হয়। প্রতিটি গাড়ির জন্য খরচ হবে এক কোটি ১ লাখ ৬১ হাজার টাকা। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের জন্য ১৯১টি পাজেরো জিপ এবং ২৫টি মাইক্রোবাসসহ মোট ২২০টি গাড়ি কেনা হবে। এসব গাড়ি সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তবে গাড়ি কেনার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি বছরের ৮ জুলাই সরকারের জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না। কেবলমাত্র ১০ বছরের বেশি পুরনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে নতুন গাড়ি কেনা যাবে। অথচ মন্ত্রীদের ব্যবহৃত বর্তমান গাড়িগুলো ৯ বছরের পুরনো। ফলে শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের বর্তমান সময়ে পরবর্তী মন্ত্রিসভার জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ অনুচিত। তার মতে, এটি কেবল ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ উপেক্ষা নয়, বরং দায়িত্বের সীমা অতিক্রমও বটে। তিনি দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় তার মতামত জানা যায়নি। একইভাবে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই গাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে নির্বাচনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের কাজের সুবিধার্থে ১৯৫টি পাজেরো জিপ এবং ২৫টি মাইক্রোবাস কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি জিপের দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম ৫২ লাখ টাকা। এ খাতে মোট ব্যয় হবে ৩৪৩ কোটি ২৩ লাখ টাকা।

যানবাহন অধিদপ্তরের জন্য চলতি অর্থবছরের বাজেটে গাড়ি কেনার খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা। কিন্তু ২৮০টি গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। বাড়তি ৯৬ কোটি টাকার অনুমোদনও দিয়েছে অর্থ বিভাগ।

No comments

Powered by Blogger.