হাসিনার হয়ে লড়তে চার আইনজীবীর আবেদন
ঢাকার রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে লড়ার আবেদন করেছেন চারজন আইনজীবী।
বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে বিশেষ মামলা নং ২২/২০২৫–এ তারা এ আবেদন জমা দেন। আইনজীবীরা হলেন—মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও তপু।
আবেদনে বলা হয়, আসামি শেখ হাসিনা যেন ন্যায়বিচার পান এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়—সেই উদ্দেশ্যে তারা ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আবেদনকারীদের একজন মোরশেদ হোসেন শাহীন গণমাধ্যমকে জানান, “আমরা আজ সকালে নিজস্ব খরচে এই আবেদন করেছি। খুব শিগগিরই আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।”
রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও আরও কয়েকজনকে আসামি করে ছয়টি মামলা করেছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
গত ৩১ জুলাই একই আদালত পৃথক তিন মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন। চার্জ গঠনের সময় আসামিরা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।


No comments