Header Ads

ভাই–বোনের টাকায় করমুক্ত, শ্বশুরবাড়ির টাকায় কর প্রযোজ্য

                                           

ভাই–বোনের টাকায় করমুক্ত, শ্বশুরবাড়ির টাকায় কর প্রযোজ্য



স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তানদের দেওয়া অর্থ বা উপহার করমুক্ত থাকে। এগুলো দান বা উপহার হিসেবে ধরা হয়, তাই কর দিতে হয় না।

চলতি অর্থবছর থেকে এই করমুক্ত সুবিধার আওতায় স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তানদের পাশাপাশি আপন ভাই–বোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে সহোদররা একে অপরকে টাকা বা সম্পদ দিলে তার ওপর কর বসবে না।

উদাহরণস্বরূপ, যদি আপনার ভাই আপনাকে দুই লাখ টাকা উপহার দেন এবং তা আয়কর রিটার্নে উল্লেখ করেন, তাহলে এ টাকার ওপর কর দিতে হবে না। একইভাবে, আপনার ভাইকেও তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাতে হবে।

এতে শুধু নগদ অর্থ নয়, জমি, ফ্ল্যাট বা অন্যান্য স্থাবর–অস্থাবর সম্পত্তি হস্তান্তরও সহজ হবে। আগে স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তান ছাড়া অন্য কারও কাছ থেকে সম্পদ বা অর্থ পেলে তা করযোগ্য হতো। এখন থেকে ভাই–বোনের দেওয়া উপহার করমুক্ত থাকবে। এ নিয়ম চলতি অর্থবছর থেকে কার্যকর হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই ভাই–বোনদের অর্থ পাঠান বা মূল্যবান জিনিসপত্র উপহার দেন। রেমিট্যান্সের অর্থ করমুক্ত হলেও বিষয়টি পরিষ্কার ছিল না। নতুন বিধান অনুযায়ী, ভাই–বোনকে দেওয়া এসব দান ও উপহার স্পষ্টভাবে করমুক্ত ঘোষণা করা হলো। তবে পাঁচ লাখ টাকার বেশি যেকোনো লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে করতে হবে।

শ্বশুরবাড়ির উপহার করযোগ্য

শ্বশুর, শাশুড়ি, শ্যালক–শ্যালিকা বা শ্বশুরবাড়ির অন্য কারও দেওয়া অর্থ ও উপহার করের আওতায় পড়বে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, মাতা–পিতা, ভাই–বোন, স্বামী–স্ত্রী ও সন্তান ছাড়া অন্য কারও কাছ থেকে উপহার পেলে তা রিটার্নে দেখাতে হবে এবং কর দিতে হবে। উপহারদাতাকেও তাঁর রিটার্নে এ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

এমনকি শ্বশুরবাড়ি থেকে জমি, ফ্ল্যাট বা গয়না উপহার পেলেও কর কর্মকর্তারা অর্থের উৎস সম্পর্কে জানতে চাইতে পারেন। এ ক্ষেত্রে উপহারদাতা ও গ্রহণকারী উভয়কেই ব্যাখ্যা দিতে হবে।

কর কর্মকর্তাদের মতে, অনেকেই শ্বশুরবাড়ির দেওয়া উপহার হিসেবে সম্পদ দেখালেও, দাতার কর নথিতে সেগুলোর তথ্য পাওয়া যায় না। এতে অবৈধ অর্থ সাদা করার সুযোগ তৈরি হয়। তাই স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে—কে দান করলে বা উপহার দিলে করমুক্ত সুবিধা মিলবে।

No comments

Powered by Blogger.