নির্বাচন কমিশন ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে
নির্বাচন কমিশন (ইসি) ৭৩টি বেসরকারি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে কারও দাবি বা আপত্তি থাকলে তা লিখিত আকারে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে (২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত) জানাতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সংস্থার বিরুদ্ধে আপত্তি থাকলে তার যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। পাশাপাশি আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় কপি আপত্তি জমা দিতে হবে।
আপত্তি জমা দেওয়ার পর শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।


No comments