Header Ads

বদরুদ্দীন উমর মারা গেছেন

                   

বদরুদ্দীন উমর মারা গেছেন



মার্কসবাদী চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানে। ১৯৪৮ সালে বর্ধমান টাউন স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৫০ সালে বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ১৯৫৩ সালে স্নাতক ও ১৯৫৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই ডিগ্রি অর্জন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে শিক্ষকতা ছেড়ে পূর্ণসময়ের রাজনীতিতে যুক্ত হন। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী জোট, বাংলাদেশ কৃষক ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন তিনি।

বদরুদ্দীন উমরের লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় একশ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় জায়গাতেই তার বই সমাদৃত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন তিনি।

তার গবেষণাধর্মী রচনার মধ্যে রয়েছে— পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (তিন খণ্ডে), সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি, বাঙালীর সমাজ ও সংস্কৃতির রূপান্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ, এবং চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক

No comments

Powered by Blogger.