Header Ads

১০০ জন মেয়েকে জিজ্ঞেস করলে সবাই বলবে, বট আইডি মানে শিবিরের আইডি

                                                  

১০০ জন মেয়েকে জিজ্ঞেস করলে সবাই বলবে, বট আইডি মানে শিবিরের আইডি


         
কমনরুম, রিডিংরুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ছাত্রদলের মনোনীত প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে জানে যে বট আইডি মানেই শিবিরের আইডি।

গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি উল্লেখ করেন, “এখানে ১০০ মেয়েকে জিজ্ঞেস করলে সবাই বলবে, বট আইডি মানেই শিবিরের আইডি। তারা যে কর্মকাণ্ড করে, যেমন ফুলের মালা দিয়ে একজন দাগি আসামিকে আনা—এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার প্রাত্যাহিক জীবন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি অনেকেরও একই অবস্থা।”

ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মেঘলা বলেন, নারী শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধে ছাত্রদল কাজ করে যাচ্ছে। “আমাদের প্যানেল সব সময়ই এসব কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আমরা বারবার প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি, কিন্তু এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি না। গত ছয় মাসে প্রোক্টর স্যারের কাছে বিষয়গুলো নিয়ে গিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ হয়নি।

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি প্রয়োজন। আমাদের চাই বাংলাদেশ যেন বাংলাদেশ হিসেবে থাকে, আফগানিস্তান বা ভারত নয়।

মেঘলা বলেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দায়িত্বের মধ্য দিয়ে তিনি পরিবর্তন আনতে চান। “ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যেন নিরাপদে থাকতে পারে, সেটিই আমার লক্ষ্য। এটি আমার প্রাথমিক ইশতিহারে উল্লেখ আছে। আমার অভিজ্ঞতা আছে, তাই আমি এই পরিবর্তনটি আনতে পারব। স্টুডেন্টদের নিয়ে কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলা পরিষদ, শিশু একাডেমি এবং জাতীয় সংস্থার বিভিন্ন প্রোজেক্টে আমি কাজ করেছি।

No comments

Powered by Blogger.