Header Ads

মর্গে রাখা অন্তঃসত্ত্বা স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে বাবা-মেয়ে

                             

মর্গে রাখা অন্তঃসত্ত্বা স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে বাবা-মেয়ে


চট্টগ্রামের সীতাকুণ্ডে বাজার শেষে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মমতাজ বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী ও চার বছরের শিশুকন্যা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট কালুশাহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজ বেগম। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহত মমতাজ বেগম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের বাসিন্দা এবং ফৌজদারহাটের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী। আহত স্বামীর নাম মোহাম্মদ সাইফুল হক (৩০) এবং কন্যার নাম হুমায়রা সাইমা (৪)। বর্তমানে দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা যায়, বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় গাড়িটি তাদের চাপা দেয়। এতে মা, বাবা ও শিশু গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মমতাজ বেগম মারা যান।

নার্সিং কলেজের শিক্ষক সুরাইয়া বেগম জানান, হঠাৎ এই মৃত্যুতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোক নেমে এসেছে। কয়েক দিনের মধ্যেই তার সন্তান জন্মের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। এদিকে আহত স্বামী ও শিশুর শরীরের বিভিন্ন স্থানে ভাঙাচোরা জখম হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, নিহত নারীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী ও কন্যা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments

Powered by Blogger.