নির্বাচনে অংশ নিতে পারবেন না কারা, জানালেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো পদেও থাকতে পারবেন না।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে একটি অধ্যাদেশ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সভা শেষে প্রেস সচিব জানান, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (থার্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে বা পদে বহাল থাকতে পারবেন না।
এ ছাড়া স্থানীয় সরকার পরিষদ, কমিশন বা করপোরেশনের সদস্য, চেয়ারম্যান, মেয়র, কমিশনার কিংবা প্রশাসক পদেও তিনি অযোগ্য হবেন। একই সঙ্গে সরকারি চাকরি বা অন্য কোনো পাবলিক অফিসেও নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন।


No comments