Header Ads

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরাতেই রাজনীতিতে এসেছি: তাসনিম জারা

                                      

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরাতেই রাজনীতিতে এসেছি: তাসনিম জারা



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিকরা যে সম্মান পাওয়ার কথা ছিল, তা পাননি। তিনি বলেন, “আমরা রাজনীতিতে এসেছি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে আয়োজিত এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি আয়োজন করা হয় গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন এবং বিচার ও সংস্কারের দাবিতে।

সরকারি দপ্তরে সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, “যে–কোনো সরকারি অফিসে গেলেই মনে হয় আমরা যেন কারও দয়ার ওপর নির্ভরশীল। অথচ এগুলো আমাদের অধিকার। বিশেষ করে ভূমি অফিসে গেলেই ঘুষ ছাড়া কাজ হয় না। প্রাপ্য সেবা ঘুষ দিয়ে নিতে হয়।”

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রসঙ্গে তিনি বলেন, “দুদক দুর্নীতি দমনের চেয়ে বিরোধী দলকে দমন করার কাজেই বেশি ব্যস্ত। যদি এটি সত্যিকার অর্থে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে ক্ষমতায় থাকা অবস্থায় যারা দুর্নীতি করে, তাদেরকেও আইনের আওতায় আনা যেত। কিন্তু দুদকের প্রধান যেহেতু সরকারই নিয়োগ দেন, তাই নিয়োগদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তারা পায় না।”

তিনি আরও বলেন, “আমরা নিয়ম পাল্টাতে চাই। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে যে–ই ক্ষমতায় থাকুক না কেন, তাকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় আনা যায়। নতুন নিয়ম মানেই নতুন সংবিধান। এনসিপি সেই নতুন সংবিধানের দাবিই তুলছে, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

তরুণ ও নারীদের ভূমিকার প্রসঙ্গে তাসনিম জারা বলেন, “বিগত সময়ে তরুণদের ছোট করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে। অথচ তরুণদের মধ্যে দেশের প্রতি টান ও সাহস বেশি থাকে। বয়স বাড়লে ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলার শক্তি কমে যায়। তাই তরুণদের অবহেলা করার সংস্কৃতি ভাঙতে হবে। একই সঙ্গে আমাদের নারীরা অতীতে গণ–আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এখনো তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, যাতে নারীরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।”

বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, নুরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খান এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান প্রমুখ।

No comments

Powered by Blogger.