স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, ব্যবসায়ীরাও অবাক
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনও স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশাই স্বর্ণের প্রতি আগ্রহ বাড়িয়েছে। হঠাৎ এ চাহিদা ও মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীরাও বিস্মিত। নতুন দামে বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই অস্বস্তি বোধ করছেন।
রয়টার্স জানিয়েছে, দিনের শুরুতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলার পর্যন্ত উঠেছিল। চলতি বছর এখন পর্যন্ত বুলিয়নের দাম বেড়েছে ৩৩ শতাংশ। তবে দুপুর নাগাদ স্পট গোল্ড ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৪৯৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার গোল্ডের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫ দশমিক ৫০ ডলার।
আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডার মতে, দুর্বল বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের সুদ কমানোর সম্ভাবনাই স্বর্ণবাজারকে চাঙা করছে। এর পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের কারণে ডলারের সম্পদের প্রতি আস্থাও নড়বড়ে হয়ে পড়েছে।
সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির সুদ কমানোর পক্ষে দেওয়া বক্তব্য ব্যবসায়ীদের আস্থা জুগিয়েছে। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শুল্ক অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর আরও চাপ পড়েছে, যা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।
তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসিক ভিত্তিতে ০.২ শতাংশ এবং বাৎসরিক ভিত্তিতে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে মিলে গেছে। এ পরিস্থিতিতে মেরি ডেলি শ্রমবাজারের ঝুঁকির কথা উল্লেখ করে সুদ কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশের বাজারেও দুদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। নতুন সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বাজারে এ নতুন দাম আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।


No comments