Header Ads

আফগানিস্তানে নিহত ৮০০ ছাড়ালো ভূমিকম্পে

              
                           

আফগানিস্তানে নিহত ৮০০ ছাড়ালো ভূমিকম্পে


আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন দুই হাজার পাঁচশ’রও বেশি মানুষ। ভূমিধসের কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। সেখানে শত শত উদ্ধারকর্মী কাজ করছেন। আহতদের নানগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে রাতের এই ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।”

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তাদের মতে, প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, কারণ অনেক প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। উদ্ধারকর্মীরা সেসব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন।

তবে ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ধীরগতির হয়ে পড়েছে। তালেবান প্রশাসন জানিয়েছে, আপাতত হেলিকপ্টারের মাধ্যমেই উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং এর জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী এ অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। মূল ভূমিকম্পের পর অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

No comments

Powered by Blogger.