Header Ads

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, বিধ্বস্ত একটি গ্রাম

                                          

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, বিধ্বস্ত একটি গ্রাম



আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দেশটির সরকারের মুখপাত্র মৌলভী জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৩১ আগস্ট) গভীর রাতে পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আফগানিস্তান শাখার জাতীয় পরিচালক থামিন্দ্রি দে সিলভা বলেন, দুর্গম এলাকা হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পুরো চিত্র পরিষ্কার নয়। মাজার ভ্যালি এলাকাই ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে এবং একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “এটি আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র ও দুর্গম অঞ্চলগুলোর একটি। এখানে সড়ক যোগাযোগ সীমিত, স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল নেই বললেই চলে। স্থানীয় বাড়িগুলো কাদা ও দুর্বল উপকরণ দিয়ে তৈরি, তাই ভূমিকম্পে সহজেই ধসে পড়ে অনেকে মাটিচাপা পড়েছেন। এ অবস্থায় সময়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এর পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২।

আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় এখনো চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধার তৎপরতায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি আফগানিস্তানে আঘাত হানা অন্যতম ভয়াবহ ভূমিকম্প।

No comments

Powered by Blogger.