আন্দোলনের ঘোষণা দিলো জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক (প্রপোরশনাল) প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট নেওয়ার দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ সংক্রান্ত তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে আমাদের দাবি, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই পিআর পদ্ধতি প্রয়োগ করতে হবে। ৫৪ বছর ধরে নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি বর্তমান পদ্ধতিতে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। এজন্য আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি জানান, পিআর পদ্ধতিতে প্রতিটি দলের জাতীয় পর্যায়ে প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন করা হয়।
তাহের আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ভোট ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে হতে পারে, এ বিষয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই।”
গত তিনটি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অতীতের তিন নির্বাচনে জনগণের মধ্যে শঙ্কা দূর হয়নি। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছি।
এছাড়াও, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন জামায়াত নেতা।
তিনি আরও বলেন, “আমরা সিইসিকে জানিয়েছি, নির্বাচন শুরুর পূর্বশর্ত হচ্ছে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা। সিইসি আশ্বাস দিয়েছেন তিনি নিজ অবস্থান থেকে যথাসাধ্য আন্তরিকতা প্রদর্শন করবেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই।
তাহের বলেন, “বাংলাদেশের জনগণ আর কোনো পক্ষপাতমূলক নির্বাচন গ্রহণ করবে না। যদি অন্যায়ভাবে ভোট দখল করা হয়, তবে মানুষ আবার রাস্তায় নামবে।


No comments