এনসিপি নেত্রীর বিস্ফোরক মন্তব্য প্রধান উপদেষ্টাকে নিয়ে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যবসার কৌশল ভালো বোঝেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তার মতে, প্রধান উপদেষ্টা এমনভাবে পরিকল্পনা করছেন যে তার ঘনিষ্ঠরা আগামী একশ বছর নিশ্চিন্তে চলতে পারবেন।
রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে ডা. মাহমুদা মিতু লেখেন, “মাথা নত করারও একটা সীমা আছে। তবে স্বীকার করতেই হবে, ব্যবসার হিসাবটা তিনি (ড. মুহাম্মদ ইউনূস) ভালোই বোঝেন।”
তিনি আরও লেখেন, “গ্রামীণ ইউনিভার্সিটি, হাসপাতাল স্থাপন, কর মওকুফসহ এনজিও সহযোগীদের নিয়মিত শক্তিশালী করে তোলা—এসবের মাধ্যমে তিনি নিজের লোকদের শত বছরের খাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করছেন। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতিবুদ্ধিজীবীদের প্রতি ঘৃণা করতে শিখেছি।”
ডা. মাহমুদা মিতুর এ পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কমেন্টে অনেকে বিস্তারিত জানতে চান, আবার অনেকেই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানান।


No comments