নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে বর্বর হামলা হয়েছে, এমন ঘটনা আওয়ামী লীগ সরকারের সময়ও ঘটেনি—এবারের সরকারের আমলেই ঘটেছে। এর পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, নুরের চিকিৎসার সব দায়িত্ব সরকার নিয়েছে। নুরের নাকে গুরুতর ক্ষতি হয়েছে এবং তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নাকের সমস্যার জন্য দেশে উন্নত চিকিৎসা সম্ভব নয়। তাই সরকার তার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে।
ফ্যাসিবাদী শক্তিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, বারবার নানা উপায়ে তারা শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও অংশগ্রহণকারীদের প্রতি পরাজয়ের আক্রোশ মেটানোর চেষ্টা করছে তারা। সরকার আর এই ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। এ বিষয়ে ইতোমধ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।


No comments