Header Ads

জি.এম. কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

                                      

জি.এম. কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের




ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

এর কিছুক্ষণ আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়িও হয়।

ঘটনার পরপরই সেনা সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার অপারেশন পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষ নিয়ে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জাতীয় পার্টির নেতারা দাবি করেছেন, গণ-অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। অপরদিকে গণ-অধিকার পরিষদের অভিযোগ, জাপার কর্মীরাই প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের উসকানি দেয়।

No comments

Powered by Blogger.