Header Ads

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মোতায়েন

                                

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মোতায়েন


                 
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে গণঅধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়ে উসকানি দেন।

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে অবস্থান নেয়। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি এর আগে বিভিন্ন বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছে। তারা একদিকে সংসদে বিরোধী দলের ভূমিকায় থেকেছে, আবার অন্যদিকে সরকারে মন্ত্রিসভাতেও অংশ নিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে দলটি বিরোধী দল হিসেবে অংশ নিয়ে নির্বাচনের বৈধতা দেওয়ার অভিযোগও রয়েছে।

No comments

Powered by Blogger.