আখতার হোসেন এনসিপি নেতাকর্মীদের আনন্দের বার্তা দিলেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এ খবরের মাধ্যমে দলের নেতাকর্মীদের প্রতি আনন্দের বার্তা দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (১০ আগস্ট) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আখতার হোসেন বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে, নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রাথমিক যাচাইবাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তীর্ণ হয়েছে।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সারা দেশের নেতাকর্মীদের আরও সক্রিয় হয়ে সাংগঠনিক বিস্তার, কর্মসূচি বাস্তবায়ন, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা আয়োজন এবং কার্যালয়গুলোকে কার্যকর রাখাসহ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান রইল।’


No comments