তুহিনের লাশের জন্য অপেক্ষারত স্বজনরা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশের ময়নাতদন্তও সম্পন্ন হয়নি। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে নিহতের বড় ভাই, স্বজন এবং তুহিনের পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিকসহ সহকর্মীরা অপেক্ষা করছেন।
ময়নাতদন্ত দীর্ঘ সময় ধরে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, “ঘটনার ১৫ ঘণ্টা অতিক্রম হলেও এখনো খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। লাশের সুরতহাল প্রতিবেদনও মর্গে আসেনি, তাই চিকিৎসক ময়নাতদন্ত করতে পারছেন না। এটি অত্যন্ত দুঃখজনক।
নিহতের বড় ভাই মো. সেলিম বলেন, “লাশ মর্গে পড়ে রয়েছে, অথচ ময়নাতদন্তের কোনো উদ্যোগ নেই। আমরা লাশ ময়মনসিংহের ফুলবাড়িয়া গ্রামের বাড়িতে নিয়ে যাবো। তার আগে গাজীপুর চান্দনা চৌরাস্তা এবং বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।”
তিনি দ্রুত ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।


No comments