Header Ads

ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে ইরাকের প্রতিবাদ

                                          

ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে ইরাকের প্রতিবাদ




ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) শাফাক নিউজের সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে এই পদক্ষেপ ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুতি এবং গণহত্যার অংশ, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এসব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছে।

টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো—

  • হামাসকে নিরস্ত্রীকরণ

  • হামাসের হাতে থাকা ৫০ জন জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে)

  • গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ

  • গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

  • হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।

No comments

Powered by Blogger.