চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে: ড্যাব
দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকেও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য তাঁদের নিষ্ঠা ও আত্মত্যাগকে অসম্মানিত করেছে। এ ধরনের বক্তব্য স্বাস্থ্যসেবার প্রতি জনআস্থা কমিয়ে দেয়। তাই আমরা অবিলম্বে ড. আসিফ নজরুলকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।
তারা বলেন, ন্যায্য বেতন-ভাতা না পাওয়ার পরও বাংলাদেশের চিকিৎসকরা গ্রামীণ ক্লিনিক থেকে শুরু করে শহরের ব্যস্ত হাসপাতালগুলোতে নিরলসভাবে সেবা দিয়ে আসছেন। কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে ডেঙ্গু মহামারি পর্যন্ত নানা সংকটে অনেক চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন, কেউ কেউ প্রাণও দিয়েছেন। তবুও তাঁরা সেবা ও মানবিকতার পথ থেকে সরে আসেননি।
ড্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে চিকিৎসকরা স্বৈরাচারের হুমকি উপেক্ষা করে আহতদের সেবা দিয়েছেন। চাকরি হারানোর ঝুঁকি ও পুলিশি হয়রানি সত্ত্বেও তাঁরা ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। সেই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টার পক্ষ থেকে চিকিৎসকদের অপমান করা চরম অন্যায়।
তাঁরা বলেন, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের অংশ। তবে তা হতে হবে তথ্যনির্ভর ও সম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে অপমান করা হাজারো সৎ ও নিবেদিত চিকিৎসকের আত্মত্যাগকে অসম্মানিত করে, চিকিৎসক-রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং তরুণদের চিকিৎসা পেশায় আসার আগ্রহে বাধা সৃষ্টি করে।
আমরা ড. আসিফ নজরুলের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা এবং দুঃখপ্রকাশসহ ক্ষমা প্রার্থনা দাবি করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই যা স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করবে। তবে চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাবে ড্যাব এবং প্রয়োজনে পেশার মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।


No comments