Header Ads

গাজায় আরও একটি ভয়াবহ দিন

                             

গাজায় আরও একটি ভয়াবহ দিন

                                                               



 ফিলিস্তিনের গাজাবাসী সোমবার (৪ আগস্ট) আরও একটি ভয়াবহ দিন পার করেছে। পুরো দিনজুড়ে ইসরায়েলি বাহিনী উপত্যকার বিভিন্ন এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত ৯৪ জন নিহত এবং ৪৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। অনেক আহত ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবৃতিতে আরও জানানো হয়, সোমবার ত্রাণ সংগ্রহ করতে এসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। ত্রাণপ্রার্থীদের ওপর এই হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ ইসরায়েল গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়।

এদিকে গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিয়েছে কানাডা। দেশটি ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশপথে ফেলে দিয়েছে।

এক বিবৃতিতে কানাডীয় সরকার জানিয়েছে, কানাডার সশস্ত্র বাহিনী ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহায়তায় একটি ‘CC-130J হারকিউলিস’ বিমান ব্যবহার করে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠিয়েছে। সরকারের আশা, এই সহায়তা গাজার ক্ষুধার্ত মানুষের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।

No comments

Powered by Blogger.