Header Ads

সাবেক সেনাপ্রধানের শেষ তিন ইচ্ছা পূরণ, চোখও দিলেন দান করে

 
                                    

সাবেক সেনাপ্রধানের শেষ তিন ইচ্ছা পূরণ, চোখও দিলেন দান করে



বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ (৭৫) চক্ষুদান করেছেন এবং তার শেষ তিনটি ইচ্ছা পূরণ করা হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ সেনাবাহিনী সংগ্রহ করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। পরে বিকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম সেনানিবাসে জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়নি, যা মেজর শিহাব, ২৪ পদাতিক ডিভিশনের জিওসির স্টাফ অফিসার, নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাটহাজারী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সাবেক সেনাপ্রধান নিজের মরদেহ চক্ষুদান করার পর সেই অঙ্গস্থান সন্ধানী সংস্থাকে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাসখানেক আগে এম হারুন-অর-রশিদ তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে নিজের শেষ তিনটি ইচ্ছার কথা জানিয়েছেন। তার মৃত্যুর পর সেগুলো তার সেজো বোনের জামাতা ডাক্তার জহির গণমাধ্যমের সামনে প্রকাশ করেন। ওই তিনটি ইচ্ছা ছিল—১) মৃত্যুর পর মরদেহ দাফন দ্রুত করা হোক, ২) পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে তাকে দাফন করা হোক এবং ৩) কোনো রাষ্ট্রীয় সম্মান না দেওয়া হোক।

সোমবার সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে তার অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বীরপ্রতীক খেতাবধারী ছিলেন এবং ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত দেশের দশম সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

গত রোববার চট্টগ্রামে ‘ডেসটিনি’ নামের আর্থিক কেলেঙ্কারির মামলায় হাজিরা দিতে আসেন তিনি। সোমবার আদালতে হাজিরা দিতে না আসার খবরের পর তার অবস্থান জানতে চাওয়া হয়, তখন মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত হয়।

No comments

Powered by Blogger.