মনির খান ও তারেক রহমানের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়
দেশবরেণ্য ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খান তাঁর সংগীত জীবনে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজনীতির সঙ্গেও যুক্ত।
তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে ইতোমধ্যে দুটি স্টেজ শো সম্পন্ন করেছেন। জানা গেছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে।
এ বিষয়ে কালবেলাকে মনির খান বলেন, “জি, উনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। উনি আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের অভিভাবক। সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ অনেক বিষয় নিয়েই তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি একজন সংস্কৃতিবান্ধব মানুষ।
তিনি আরও বলেন, “আপনারা জানেন, অনেক দিন ধরে আশপাশের কয়েকটি দেশের সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে প্রভাবিত করছে। কীভাবে এই ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশি সংস্কৃতিকে রক্ষা করে আরও বিকশিত করা যায়, সে বিষয়ে তাঁর সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিষয়সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন।
ব্যাখ্যা করে মনির খান বলেন, “আলোচনার মধ্যে লক্ষ্য করার মতো বিষয় হলো—উনি সবকিছুর আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ভাবেন। কীভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কীভাবে তাদের ভাতের অধিকার নিশ্চিত করা যায়—এসব বিষয় নিয়েই তিনি সবার আগে চিন্তা করেন।
উল্লেখ্য, অডিও সংগীতের পাশাপাশি বর্তমানে মনির খান চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের সংগীত নিয়েও ব্যস্ত সময় পার করছেন।


No comments