Header Ads

২১ হাজার টাকার কেরানির ৩০ কোটি টাকার সম্পত্তি

                                         

২১ হাজার টাকার কেরানির ৩০ কোটি টাকার সম্পত্তি




মাত্র ২১ হাজার টাকা বেতনের একজন কেরানি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ আড়াল করতে তিনি নানা কৌশল অবলম্বন করলেও শেষ রক্ষা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে এসব গোপন সম্পদের খবর ফাঁস হয়ে যায়।

অভিযানে ওই কেরানির স্থাবর-অস্থাবর সম্পদের যে হিসাব সামনে আসে, তাতে বিস্মিত হন কর্মকর্তারাও। তার বাসা থেকেই উদ্ধার হয় ৩৫০ গ্রাম সোনা ও দেড় কেজি রূপার গয়না।

এই বাড়িটির বাইরে ওই কেরানির রয়েছে আরও অন্তত ২৪টি বাড়ি, ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট এবং একাধিক দামি গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের এক সরকারি দপ্তরের সাবেক কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এ অভিযান চালানো হয়। তিনি কর্ণাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (কেআরডিল)-এর কোপ্পাল শাখায় চাকরি করতেন। তার মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।

শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কোপ্পাল ছাড়াও কর্ণাটকের আরও কয়েকটি জেলায় তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি নিজের, স্ত্রীর ও স্ত্রীর ভাইদের নামে রাখেন তিনি, যাতে লোকচক্ষুর আড়ালে থাকে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে তার যে পরিমাণ সম্পদ ধরা পড়েছে, তার বাজারমূল্য ৩০ কোটি রুপির বেশি। তবে ধারণা করা হচ্ছে, তার আরও অনেক সম্পদ রয়েছে, যা এখনো উদ্ঘাটন হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.