Header Ads

শাহবাগে জুলাই আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ

                                       

শাহবাগে জুলাই আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ





শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়।

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ। এ সময় আন্দোলনকারীদের আরেকটি পক্ষ সেখানে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

যে পক্ষটি তাদের সরিয়ে দিতে আসে, তারা দাবি করে—বিক্ষোভকারীদের মধ্যে অনেকে ভুয়া জুলাই যোদ্ধা। এ নিয়েই উত্তেজনা ছড়ায় এবং শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি।

এর আগে, শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে মেট্রোরেলের পিলারের নিচে অবস্থান নেন শতাধিক আন্দোলনকারী। লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ‘জুলাই সনদ’ দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। অস্থায়ী মঞ্চে বক্তৃতাও করতে দেখা যায়। সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। তারা সেসময় নানা স্লোগান দিতে থাকেন, যেমন—
‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’,
‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,
‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’,
‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’,
‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

শুক্রবারের বিক্ষোভের সময় উত্তেজনা তৈরি হলে, শাহবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ঘটনাটি জনমনে উদ্বেগ তৈরি করেছে।

No comments

Powered by Blogger.