এনসিপি নেতাদের কারণ দর্শানোর নোটিশের বিস্তারিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার সফর নিয়ে দলের পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
বুধবার (৬ আগস্ট) এই নোটিশগুলো পাঠান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত। আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে পাঠানো এসব নোটিশের ভাষা প্রায় একই হলেও প্রতিটি নেতাকে আলাদাভাবে পাঠানো হয়েছে।
নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ (তাসনিম জারার স্বামী)।
নোটিশে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা কোনো পূর্ব তথ্য বা অনুমতি ছাড়াই ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এ ধরনের আচরণ দলে শৃঙ্খলাবিরোধী বিবেচিত হতে পারে। সফরের উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে ব্যাখ্যা চেয়ে আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে যান এবং ইনানী সৈকতের পাঁচ তারকা হোটেল ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’-তে (পূর্ব নাম রয়েল টিউলিপ) অবস্থান করেন। তাদের এই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। কেউ কেউ দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে পিটার হাস ওই সময়ে বাংলাদেশে ছিলেন—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


No comments