ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তারা ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন।
শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে শহরের হাজারি রোড থেকে একটি পদযাত্রা শেষে মহাসড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।


No comments