জামায়াতের শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না
বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তাদের দেওয়া শর্ত ও দাবি পূরণ না হলে দেশে নির্বাচন হবে না। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনের জন্য যে শর্ত ও দাবি আমরা জানিয়েছি, সেগুলো সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।”
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, “জনগণ চাইলে সরকারকে পিআর পদ্ধতিতে যেতে হবে। সময়ই এর উত্তর দেবে। এ জন্য আমরা জনমত গঠন করব।


No comments