এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে — তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ছিল এক সম্মিলিত বিস্ফোরণ। এই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে এবং দেশত্যাগে বাধ্য হন। আগামীকাল (মঙ্গলবার) সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে। দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে ফেসবুকে একটি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!”
তবে আধা ঘণ্টা পর স্ট্যাটাসটি আপডেট করে তিনি লেখেন, “এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”
তথ্য উপদেষ্টার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র আধা ঘণ্টার মধ্যে পোস্টটিতে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়ে এবং শেয়ার হয় দুই হাজারেরও বেশি।
পোস্টের নিচে রানা সরকার নামের একজন মন্তব্য করেন, “সরকারি দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য বেমানান এবং অনুচিত।”
আল হাসিব খান মন্তব্য করেন, “মাত্র এক বছরের মাথায় এমন পরিস্থিতি কেন?” জবাবে মাহফুজ আলম লিখেছেন, “অনৈক্য এবং স্যাবোট্যাজ।”
তবে উপদেষ্টার মন্তব্যের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তাইফুর রহমান লিখেছেন, “১/১১’র আগে রাস্তা ও রাজনীতির যে প্রেক্ষাপট ছিল, আজ তা অনুপস্থিত বা স্পষ্ট নয়। আপনি যদি এক বাক্যে এমন মন্তব্য করেন, তাহলে মানুষ বিভ্রান্ত হতে পারে।”
জালাল উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, “১/১১ ঠেকাতে হলে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনই একমাত্র পথ।


No comments