Header Ads

নুরের ওপর হামলায় স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ

                               

নুরের ওপর হামলায় স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ



গত আট বছরে ফ্যাসিস্ট শাসনামলেও নুরুল হক নুরের ওপর এত ভয়াবহ ও ন্যক্কারজনক হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরের স্ত্রী মারিয়া নুর।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দেশবাসীর কাছে নুরের সুস্থতার জন্য দোয়া চান তিনি।

মারিয়া নুর বলেন, “ডাকসু নির্বাচনের সময় অবশ্যই তার ওপর হামলা হয়েছিল, সেটিও কম ভয়াবহ ছিল না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরাই সে সময় আক্রমণ করেছিল। তবে বর্তমান ফ্যাসিস্টমুক্ত সময়ে প্রশাসনের উপস্থিতিতেও এমন হামলা হবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল।”

তিনি আরও বলেন, “ঘটনাটি ঘটেছিল ২৯ আগস্ট। তখন আমি টেলিভিশনে সরাসরি দেখছিলাম। কখনো ভাবিনি এমন কিছু হবে। আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম, ভাষাহীন হয়ে পড়েছিলাম।”

নুরের শারীরিক অবস্থা নিয়ে মারিয়া জানান, “তার মাথা, নাক, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সঠিকভাবে কিছু বলা যাবে। যদিও তার জ্ঞান ফিরেছে, তবে অবস্থা এখনো ভালো নয়। অর্থাৎ নুর এখনো শঙ্কামুক্ত নন।”

তিনি আরও জানান, এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।

No comments

Powered by Blogger.