Header Ads

প্রাথমিক স্কুলে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ

 

প্রাথমিক স্কুলে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ

আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, বর্তমানে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “আমার বাড়ি হাওরে, আমি জানি বাস্তব অবস্থা কী। শুধু হাওর নয়, দেশের চরাঞ্চল বা প্রত্যন্ত এলাকাতেও শিক্ষকরা থাকতে চান না, সবাই শহরে বদলি হতে চান। নিয়ম অনুযায়ী যেখানে পোস্টিং হবে, সেখানেই থাকার কথা। কিন্তু তদবির আর বদলির কারণে বাস্তবতা অন্যরকম। এসব সমস্যা ওপর থেকেই তৈরি হয়, যা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা।”

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রধান শিক্ষকদের নিয়ন্ত্রণকারী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে রয়েছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে যাবে, এমন ধারণা সঠিক নয়। তবে কর্মকর্তাদেরও গ্রেড উন্নয়ন প্রয়োজন।

মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলায় বর্তমানে ৮০৫ জন শিক্ষক প্রশিক্ষণবিহীন আছেন, তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়া জেলার ১৮০টি বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু হচ্ছে। একইসঙ্গে সহকারী শিক্ষকদের মূল্যায়নও করা হবে বলে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.