Header Ads

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির লোক নয়

                               

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির লোক নয়


                                

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির কেউ নন। তিনি বলেন, ‘কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত স্পষ্ট—চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির লোক নয়। তাদের ধরেই আইনের আওতায় সোপর্দ করা হবে।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপি ন্যায্যতার ভিত্তিতে সরকার গঠন করবে। এই সরকারের অধীনে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে। শহীদ জিয়া আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের সামনে ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আগামীর সরকার হবে মানবিকতার সরকার।’

সমাবেশে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলু সভাপতিত্ব করেন। এতে এলাকার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

No comments

Powered by Blogger.