আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
আজ শনিবার (২৩ আগস্ট) রাজধানী ঢাকায় নানা রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই দেখে নিন কোন কোন কর্মসূচি কোথায় হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার কর্মসূচি
রাজধানীর টেকসই উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আয়োজিত “Decentralization and Environmental Welfare of the Capital: Towards a Sustainable Dhaka” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কর্মসূচি
গাবতলী বীজ ভবনে সকাল ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য “আইসিটি অলিম্পিয়াড নরসিংদী–২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
আলোচনা সভা:
জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সকাল সাড়ে ১০টায় “সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বই প্রকাশনা:
একই ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় “তারেক রহমানের রাজনীতি: গণ-অভ্যুত্থানের সাবলিমিটি” শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
উপজেলা কাউন্সিল:
চকরিয়া কলেজ মাঠে বিকেল ৩টায় উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
.jpg)

No comments