Header Ads

লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান, নেটদুনিয়ায় সাড়া

 
                         

লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান, নেটদুনিয়ায় সাড়া



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ছবিগুলো স্থানীয় সময় শুক্রবার, ১ আগস্টের। এতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। তার পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট ও পায়ে সাধারণ স্নিকার্স। হাতে একটি মোবাইল ফোন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি একটি লাল ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে ওঠেন।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে লেখা হয়, "আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাফেরা করেন। এটি তার বিনয়, সাধারণ জীবনযাপন ও জনগণের সঙ্গে আত্মিক সম্পর্কের বাস্তব প্রতিফলন।"

ছবিগুলোর পোস্টে ব্যাপক সাড়া মিলেছে। পোস্টের ৮ ঘণ্টার মধ্যে ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৪ হাজার ৩ শতাধিক মন্তব্য এবং ৫ হাজার ৭ শতাধিক শেয়ার হয়।

মোহাম্মদ শামসুদ্দিন নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, "তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।"
আরেকজন, মোশারফ নামে এক ব্যবহারকারী লেখেন, "তরুণ যুবকের আইডল।

No comments

Powered by Blogger.