Header Ads

কী দিতে হয়েছে জানি না, তাই প্রভাব বলা যাচ্ছে না : আমীর খসরু

                                   

কী দিতে হয়েছে জানি না, তাই প্রভাব বলা যাচ্ছে না : আমীর খসরু





যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনার সিদ্ধান্তকে দেশের রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক অবস্থা’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শুল্ক হ্রাসের বিষয়ে আমীর খসরু বলেন, “এটা কোনো জয় বা পরাজয়ের বিষয় নয়। বর্তমান যে শুল্ক হার নির্ধারণ করা হয়েছে, তা প্রতিযোগিতার দিক থেকে একটি সন্তোষজনক অবস্থান। এখন আমরা ২০ শতাংশে আছি, পাকিস্তান ১৯, ভিয়েতনাম ২০ এবং ভারত ২৫ শতাংশে আছে। এই দিক থেকে বিচার করলে আমরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছি। সার্বিকভাবে এই ট্যারিফ ফিগার প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য।”

তবে তিনি আরও বলেন, “এই শুল্ক হার কমানোর পেছনে কী ধরনের আলোচনা বা দরকষাকষি হয়েছে, তা আমাদের জানা নেই। আমরা কেবলমাত্র ট্যারিফের দিকটা জানি। পুরো প্রেক্ষাপট জানার পরই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব।

No comments

Powered by Blogger.